দুখু মিয়া
আসাদউজ্জামান খান
==============
যে কণ্ঠতে ইসলামিক গান
সে কণ্ঠতে আজান
বাল্যকালে হারাইছিলেন
নজরুল নিজের বাজান।

সবাই বলে দুখু মিয়া
পড়ালেখায় অল্প
কে শোনে তাঁর দুঃখের কথা
কী ছিলো তাঁর গল্প!

সাহিত্যতে করছেন তিনি
হরেক লেখালিখি
সে সকলই পড়ে আমরা
অনেক কিছু শিখি।

তাঁর লেখাতে হইছে কত
অত্যাচারীর পতন
নজরুল ছিল বাংলাদেশের
অনেক বড়ো রতন।

লেখা...১৭-০৫-২০১৮
প্রকাশ...২৫-০৫-২০১৮রংপুরের(দৈনিক যুগের আলো)পত্রিকায়