ডাক এলেই যেতে হবে
আসাদউজ্জামান খান
=============
পরকালে আমরা যে দিন
একা যাব চলে
এই দুনিয়ার কারো কাছে
যাবো না তো বলে।

পাবো না তো একটু সময়
কারো কাছে বলার
উপর থেকে ডাক আসবে যে
খুব দ্রুত চলার।

দেবে নাতো একটু সময়
জগৎ দেখে যাওয়ার
পাবো নাতো কোনো সময়
দু'চোখ মেলে চাওয়ার।

কোন সময়ে আসবে সে ডাক
বলতে নাহি পারি
এই দুনিয়া ছেড়ে হঠাৎ
দিতে হবে পাড়ি!

ডাক এলেই যেতে হবে
পরকালের বাড়ি
মায়ার বাঁধন আদর স্নেহ
যেতে হবে ছাড়ি।

লেখা...০৬-০৭-২০১৮