দারিদ্রতা
আসাদউজ্জামান খান
===============
দারিদ্রতার টান
দীন মানুষের মন
ক্ষুধিত হয়
সকল সময়।
অভাবের ক্ষুধা
করেদেয় জুদা
কে নিবে তাঁর
কুকর্মের ভার?
শোনেনা অল্প
জীবনের গল্প
কারো কথা
দীনের ব্যথা।
সান্ত্বনা না পায়
কারোকাছে যায়
সবাই তাঁকে
পায়ে রাখে।
খুব হতাশাতে
দিনে আর রাতে
জীবন পার হয়
করে সব জয়।
লেখা...০৫-১২-২০১৭
কবিতার বিষয়ঃ