চেয়েছিলাম তোমায়
আসাদউজ্জামান খান
===========
চেয়ে ছিলাম তোমায়
হলেনা তুমি আমার,
দোস কী ছিলো
জানতেপাইনি আজও।
করেছি আমি হয়তো ভুল
দিতে হবে তাহার মাশুল।
কেনো তুমি পর করিলে?
ভুল বুঝে ছিলে,নাকিঅভিমান করে!
সারা দিন কাটে তোমার স্মৃতি ভেবে-
রাগ আভিমান হলে
তুমি আমায় বলতে দুটি হাত ধরে
কোন দিনও ভুলোনাগো আমায়,
আমি বলতাম,আড়াল যেদিন হবো
পাবে নাতো আমায়।
পাল্টা জবাবটা ভোগ করি আমি!

বুঝিনিতো সেদিন আজ খুঁজি সেই ক্ষণ
মাঝে-মাঝে ভাবি ফিরে পাবোনা যেদিন,
খুঁজে লাভকি সেই ক্ষণ?
মনতো আর মানেনা,চোঁখে যে তা বোঝেনা,
ফিরবেনা সে আমার কাছে আর কোন দিন।

লেখা-০৬-০৭-২০১৭