ভ্রমর ও সরষে ফুল
আসাদউজ্জামান খান
========
সরষে ফুলে,
খালের কূলে
বাতাস এলে-
হাওয়ায় দোলে।

হলুদ ফুলে,
ভ্রমর ঝুলে
মধু পেলে-
খায় যে গেলে।

গুন-গুন করে
মধুর সুরে
গান যে ধরে,
হাওয়ায় উড়ে।

লেখা...২৮-১২-২০১৮