বর্ষাকাল
আসাদউজ্জামান খান
==========
বৃষ্টি পরে টাপুর-টুপুর
রাত্রি এবং সকাল-দুপুর
টাপুর-টুপুর বৃষ্টি নামে
খানিকবাদে আবার থামে!
হঠাৎকরে সূর্য হাসে
মাঝে-মাঝে আকাশ কাঁদে
গোমড়া মুখ হয় রাতের চাঁদে
আকাশ কান্নায় জগৎ ভাসে।
এইতো হলো বর্ষাকাল
জীব-জীবন হয় টালমাটাল।
লেখা...১৭-০৭-২০১৮
প্রকাশ...২৫-০৭-২০১৮ রংপুরের "দৈনিক গণ আলো "পত্রিকায়।
২৮-০৭-২০১৮ "দৈনিক প্রতিদিনের সংবাদ" পত্রিকায়