বন্দীপাখি
আসাদউজ্জামান খান
================
মানুষের শখের বলী হয় মুক্ত ডানার পাখি
গগনে উড়তে পাড়েনা মেলে দুটি আঁখি।
নেই তাঁর কোনো স্বাধীনতা বোবা মনে কাঁদে
খেতে পায় না মনেরমতন,খায় সে পালক যা'দে।
গাইতে পাড়েনা জাতের গান,নিজের কণ্ঠ ছেড়ে
শখের জন্য নিছে পালক,স্বাধীনতা কেড়ে।
খাঁচার এপাড় ওপাড় ছোটে, বেরহতে পাড়েনা
শখে পালক মুক্ত ডানার পাখিটি ছাড়েনা।
পাখি মনে মনে ভাবে,পেতাম যদি ছাড়া
ডানা মেলে উড়ে যেতাম দেখতাম সকল পাড়া।
এক গাছ থেকে অন্যগাছে উড়ে উড়ে যেতাম
গাছের মগডালেতে বসতাম মনেতে সুখ পেতাম!
বন্দি পাখির মনের ভাবা,মনে রয়ে গেলো
নিজেকে বলে নিজেই,খাঁচায় বসে খেলো।

লেখা...১৬-০১-২০১৮
প্রকাশ...২৫-০৫-২০১৮ দৈনিক হাওয়া পত্রিকায়