বাংলা আমার
আসাদউজ্জামান খান
^^^^^^^^^^^^^^^^^^^^^^
বাংলাভাষা মায়েরভাষা
বাংলা আমার প্রাণ
বাংলাদেশে জন্ম আমার
বাংলা আমার ত্রাণ।
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার হিয়া
বাংলাভাষায় কথা বলি
কোমল কণ্ঠ দিয়া।
বাংলা আমার মায়ের ভূমি
বাংলাতে বাস করি
সুখে-দুঃখে বাংলা মায়ের
সুমধুর গান ধরি।
লেখা... ১৮-০২-২০১৮
প্রকাশ.. ১২/০৪/২০১৮
রংপুরের"দৈনিক যুগের আলো"পত্রিকায়