আর যাবেনা খোকা
আসাদউজ্জামান খান
===========
লাল গরুটা ফাল মেরেছে
খোকার লাঠি দেখে
খোকাবাবু বাবার কাছে
বসে খাতায় লেখে-
বুঝলে বাবা লাল গরুটা
আমায় দিছে তাড়া!
চাচ্চু বলে,ভয় পেওনা
একটু সোনা দাড়া।
বাবা আমি আর যাবনা
লাল গরুটার পাসে
শিং উচিয়ে দেয় যে তাড়া
দেয় না কামর ঘাসে!
কষ্টকরে লাল গরুকে
ঘাস খাওয়াতে যাই
আমায় দেখে দেয় যে তাড়া
অনেক ভয় তো পাই!

লেখা...১৩-০৮-২০১৮