প্রাচীর ভেঙে ফেলো সাবিনা
মোহাম্মদ আরিফ চৌধুরী
চারপাশে তুলে রেখেছো সীমানা প্রাচীর।
প্রাচীর ঘেরা কুপের মধ্য থেকে
আমাকে উদ্দেশ্য করে বলেছো, " আছো?"
বলেছি, " আছি"।
বলেছো, "পাশে থেকো" বলেছি -
"থাকবো ততদিন যতদিন বেঁচে আছি।"
আমি তোমার কুপের প্রাচীর ডিঙাতে চেয়েছি।
তুমি বাঁধা দিয়েছো।
প্রাচীরে টেনেছো কাঁটাতার।
আমি শুধু প্রাচীর ডিঙাতে চেয়েছি বিছানায় যেতে চাইনি।
আমি জানি, বিছানা একটা অন্তঃসারশূন্য ব্যাপার।
আমি জানি,বিছানা শুধুই অন্তঃসারশূন্য একটা ব্যাপার।
আমি বাইরে থেকে তোমাকে উদ্দেশ্য করে বলেছি- "জেগে আছো?" ভেতর থেকে তুমি বলেছো, "আছি"।
বলেছি, "বাইরে এসো"।
বলেছো, "ওভাবে ডাকতে হয় না লক্ষিটি।"
আমি তোমাকে বাইরে ডেকেছি।
বিছানায় আসতে বলিনি।
আমি জানি বিছানা শুধু অন্তঃসারশূন্য একটা ব্যাপার।
আমি জানি বিছানা শুধুই অন্তঃসারশূন্য একটা ব্যাপার।
আমি শুধু চেয়েছি তুমি প্রাচীর ভেঙে ফেলো।
বাইরে এসে গায়ে মাখো মুক্ত বাতাস, সাবিনা-
তাকিয়ে দেখো কি সুন্দর শরতের আকাশ!