কোনো এক নষ্টালজিক অপু
মোহাম্মদ আরিফ চৌধুরী
এখন আমি,
নিজেকে আর অপু ভাবি না।
তার চেয়ে বরং হরিহরেই,
আমার যায় বেশী!
এখন আমার ভিটে ছাড়ার ইচ্ছে আছে।
অনটনের দারুণ একটা কষ্ট আছে।
রোগ বালাইয়ে পথ্য আছে।
আমার একটা, দূর্গা আছে।
তেমনি একটা অপুও আছে।
তবুও কেনো, জানিনা আমি
হঠাৎ পথে ট্রেন দেখলে
থমকে গিয়ে তাকিয়ে থাকি!
ঝড় বাদলে এখনো আমি একলা ভিজি।
এখনো আমি রাত-বিরেতে
শুক্লা তিথির চাঁদটা চিনি।
এখনো আমি কষ্ট পেলে,ভীষণ অভিমানী।