কাম নয় কাজ
মোহাম্মদ আরিফ চৌধুরী
কামকে এখন আর কাম মনে হয় না।
দেড় যুগ পর, কাম এখন
প্রায় অনিচ্ছায় দায়িত্ব সারা একটা কাজ।
শখের ছাদবাগানের টবে মিহি নিড়ানি দেওয়ার পর
টেনে এনে জল দেওয়াটা শ্রম বেচে দেওয়া নয়,
এটা শ্রমের বিনিময়ে করা হয়।
জীবন এখন সমুদ্রের ফেনার মতো।
ক্লান্ত প্রাণে, কাম কখনো কখনো
বিনা পারিশ্রমিকের গুরুত্বহীন একটা কাজ।
সঙ্গিনীর চোখের তারায় শিশিরস্নিগ্ধ গোলাপের
মুগ্ধতা এখন আর নেই।
তার চেয়ে বরং
ছাদবাগানে পেকে থাকা লাল টুকটুকে
টমেটোর কদর ঢের বেশি!