কাল থেকে আর আসিস না
মোহাম্মদ আরিফ চৌধুরী

বেড়ালের মতো ছোক ছোক করে মন,
মোন ছুটে যায় দুই গোলার্ধে তোর
সদ্য যে তরুণী তুই!
টি শার্টে তোকে মানায় ভালো,
বুকে নিয়ে থাকিস,
ফারাও সমাধি এক জোড়।

মাঝে মাঝে মনে হয় আবার,
প্রাচীন শিল্পীর ছেনীতে ছানা
কষ্টিপাথরের দেবীমূর্তি তুই একখানা!
ইচ্ছে করে খুব কৌতূহলী প্রত্নতাত্ত্বিক হয়ে
অনুসন্ধান করি তোকে।
আমি তা পারি নারে, আমি তা পারি না।
আমি যে তোর মাসীর বর,
আমার তো, তা একেবারেই মানা।

রোজ বিকেলে অধবা সন্ধ্যা হলে,
কাল থেকে আর আমার ঘরে আসিস না,
আসিস না।