হতাশার শীত

মোহাম্মদ আরিফ চৌধুরী

শীত এলেই দুঃখগুলো উনুনের কাছে,
কুকুর কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকে ছাইয়ের গাদায়।
কষ্টগুলো হামাগুড়ি দিয়ে
ধীরে এগিয়ে যায় খড়ের স্তুপের নিচে উষ্ণতার আশায়।

দূরে ঠেলে দেওয়া হতাশাগুলো
জেগে ওঠে শুধু—
শিশিরসিক্ত সজীব ঘাসের মতো!
শীত এলেই হতাশাগুলো চেপে ধরে,
যেন রত্নগর্ভা ঝিনুকের ঠোঁট।

দূরে জ্বলতে থাকা সোনার প্রদীপ
ধীরে ধীরে নিভে যায়।
শুধু হৃৎপিণ্ডের কোণে টিকে থাকা
প্রাণবায়ুটুকু আশায় থাকে—
কখন আসবে বাতাসে
বসন্তের ঘ্রাণ।