গণিকা, আমাকেই ঘৃণা কর তুমি
তাহা আমি জানি।
তবুও আমাকেই ভালোবেসে -
মেলে দাও অন্তর্বাসে লুকিয়ে রাখা,
যুগল পিরামিড!
আলতো করে খুলে ফেলো কটির গিঁট।
আমি তোমার শরীর ছানি -
যোনিতে করি গমন।
হয় দুজনেরই প্রেমের আলিঙ্গন।
ভালোবাসা ছাড়া নাকি
মেলে না শরীরে শরীর?
শেষ নিশিতে পয়সা চুকিয়ে
পথে ফিরি যখন;
আমাকেই অভিশাপ দাও তুমি -
আমাকেই করো ঘৃণা, তাহা আমি জানি।
তবু্ও দিনশেষে বিষন্ন বিকেলে
তোমার জঠরে চেপে বসে পূবের অন্ধকার ;
বের করে আনো বাক্সে রাখা,
সস্তায় কেনা লিপস্টিক।
কী সব মাখো কপোলে, কপালে,চিবুকে।
যত্নকরে কাজল আঁকো নয়নের কোনে।
তারপর?
রহস্যময় এক দৃষ্টি নিয়ে -
শতভাগ পুঁজিবাদী সমাজের দেশে-
গভীর উদ্বেগ, উৎকন্ঠায়;
শুধু আমাকেই ভাবো!