"সর্বহারা"

প্রিয়, আজ শোনাবো ভিন্ন গলির অন্য কিছু সুর;
  কেন হারিয়ে ফেলার মর্মবেদন রোদন সু-মধুর।

  এক মায়াবতী পাখির ছিলো একলা উড়ার শখ,
  হঠাৎ উড়তে গিয়ে পেলো যে তার নতুন আগন্তুক।

  তাই চটজলদি ঘর সাজালো বর সাজালো খুব,
   সবদেশে তার সুখ অনুভব  সবাই যখন চুপ!

তখন শূন্য খাঁচার পাড়ে কেবা ঝরায় আঁখি জল,
   মুক্তি পাওয়া পাখি যে তার করে গেছে ছল।

   বুঝতে সে তো পারেনি তার মায়াবতীর আঁখি,
   ঘোর আঁধারের বেষ্টনীতে সাজিয়ে গেছে ফাঁকি।
  
কেন যে তার হারিয়ে যাওয়ার ভীষণ ছিলো তাড়া?
  কেন পথের পাশেই রইলো পরে পথিক সর্বহারা?

কেন হারিয়ে ফেলার গল্পগুলোর হয় না কোন শেষ?
    শুধুই পালক সম পড়ে থাকে প্রশ্ন অবশেষ।

  আজও পথিক একলা কাঁদে মায়াবতীর শোকে,
  গহীন স্মৃতির খুব আঁধারে হারায় পাখির চোখে।

  খুঁজে যে তার উত্তর ওই গহীন চোখের মাঝে,
কি সুখ পেলে বলো তো ওই শান-শওকত তাজে।

হয়তো এমন প্রশ্ন গুলোর  হয় না কভু  কূল,
   এই গল্পে সব কি ছিলো সর্বহারার ভুল?
                 •••••••••••••••••

বাইশ ফেব্রুয়ারী তেইশ খ্রীঃ
শ্রীপুর,গাজীপুর।