"স্বাধীনতা"


অভিশাপ, অভিশাপ! দিন শেষে কার লাভ?
  ত্রিশ লক্ষ মৃত্যুর দামে নাটকীয় সংলাপ।
বীরোচিত মতি, মিথ্যার গতি মিথ্যার কলোরব,
স্বাধীনতা বলে চিৎকার করে লুটে নিয়ে যায় সব।
   অভিনয়, অভিনয়! স্বাধীনতা কিছু নয়,
তোমার আমার দগ্ধ বিবেকে রাক্ষসী পরিচয়।
মৃত্যুর দামে-বিচারের নামে প্রহসন পায় কারা?
    রাষ্ট্র যন্ত্র নষ্ট হলে বৃথাই কাঁদে যারা।
    বেঈমান, বেঈমান!  যুধিষ্ঠিরের ভান,
দিনশেষে শুধু হা-হুতাশ করা হাহাকার প্রতিদান।
স্বাধীনতা বলে তাই,  ঠকছি সর্বদাই!
স্বাধীনতা মানে মুক্তি, তবু শৃঙ্খল কেন পাই?
ধোঁকাবাজ, ধোঁকাবাজ! মিথ্যার শীরে তাজ,
স্বাধীনতা এটা নয় রে বোকা মুখোশ পরেছে আজ।
অনাহার-অনাচার,  দায় বলো এটি কার?
মুক্তির নামে চারদিকে দেখি মৃত্যুর সম্ভার।
স্বাধীনতা, স্বাধীনতা!  তুমি কি কারোই নও?
কসম লাগে একটি প্রহর তুমি আমাদের হও।
তোমার একটু ফেরা, দেখে যেও কারা সেরা?
আমাদের পায়ে শিকল বেঁধেছে সূর্যসন্তানেরা।