"রিপু ধর্ম"
- মোঃ আনিছুর রহমান এআর.
মক্কার মরু দ্বীন-দুঃখিনী মায়ের কোলের চাঁদ,
এই বিশ্ব-মানব মুক্তি হেতু করলে প্রতিবাদ।
রক্তের নেশা পেয়েছিলো বলে আমরা তায়েফবাসী,
তোমার রক্তে দিয়েছি সেদিন মানবতার ফাঁসি।
বিতাড়িত হলে জন্মভূমিতে সজল নয়ন ফিরে,
দেখেছো আপনা অন্ধজাতিরে ব্যাথার হৃদয় চিরে।
তবুও পুড়িনি আত্নপীড়নে আসেনি হৃদয়ে ক্ষোভ!
অন্ধ করেছে পৃথিবীর মোহ অর্থ-বিত্ত লোভ।
সাক্ষী যুগের অতি পুরতন জেরুজালেমের শেষে,
মুক্তির এক আলোক দিশারী হেরোদ রাজার দেশে।
চেঁচিয়ে উঠেছি বারাব্বা বলে পায়েতে দলেছি ভাল!
পাপী-তাপীর মুক্তি মেলেনি,সেই থেকে চিরকাল।
আমরা চেয়েছি ঢাকিতে গ্লানী অপবাদ র'লো পিছু,
চিনিনা মোদের মুক্তিদাতারে, বৎলেহামের যীশু।
অজান্তে সেই গুলিবাটিতে গুলিয়ে ফেলেছি সব!
ফাঁকির হিসাব মেলিনি কোথাও হেসেছেন শুধু রব।
অধর্মরে ধর্ম মেনেও শকুনি মাতে পাশায় তাই,
ভাগ্যদেবতা সঙ্গে নিয়ে হেরেছে সেদিন পঞ্চভাই।
স্বার্থপরতা দেখে সেদিন চমকে উঠে স্বার্থপর,
মৃত্যুরে ভুলে ভেবেছি এই ধরা বুঝি আপন ঘর।
অধর্ম তবু চলিছে পিছে মিছে ধর্মের দোহাই ভাই,
দীর্ঘশ্বাসে বিবেক বলে আমার আজ মুক্তি চাই।
রিপু আজ দেবতা মোদের, চালায় তাই ধর্ম বলে,
অলক্ষ্যে তাই পূজারী আমি পাপ-পূর্ন্যের যাতাকলে ।