"মায়া-মরিচীকা "
মোঃ আনিছুর রহমান এআর
হঠাৎ যদি দেখ আমার কোন খবর নাই,
কালের ধারায় আমিও যদি স্তব্ধ হয়ে যাই।
খুঁজবে কিগো মোরে তবু আমার কথার ভীড়ে,
রাখবে কি ঐ ঝাপসা নয়ন নতুন রচা নীড়ে?
কাঁদবে কিগো অবুঝ হয়ে ছোট্ট শিশুর মতো?
বোবার মতো দেখবো চেয়ে বাড়িয়ে দিতে ক্ষত।
করবে কিগো ক্ষমা আমায় বন্ধু স্বজন ভেবে?
পাথর চেঁপে বুকে তোমার আমায় কবর দেবে।
ফিরবে আঁখি বারে বারে ফাঁকির পথ চেয়ে,
যে দুনয়ন পূর্ণ্য সদাই আমার দেখা পেয়ে।
সবার মতো আমায় কি বল তুইও যাবি ভুলি?
করবিনা কি আর্শিস মোরে হাত দুখানি তুলি।
আসার সময় ভুলে গেছি যাওয়ার কথা ভাই,
মায়ার কিছু বন্ধন আজ ছিন্ন হলো তাই।
আমি, তুমি কিংবা তুই, হবেনা রেহাই।