"ফেরার নিবেদন"
-আনিছুর রহমান
একটা গোপন গল্প প্রিয় আমিও তো জানি,
সে যে ছিল ডানাবিহীন ভীষণ অভিমানী।
একটা গোপন শিউলি ফোঁটে ঘরের কোনে রোজ,
একলা বলে অবহেলায় কেউ রাখেনা খোঁজ।
ঘুমোয়-ঝিমোয় একলা কাঁদে একলা বাঁধে চুল,
নিজের সাথে আপোষ করে নিজেই করে ভুল।
স্বপ্ন যে তার আকাশ ছোঁয়া গহীন বনের পথে,
নিজেরে সে রাঙ্গাতে চায় মেঘের নীলের হতে।
ইচ্ছে হলে কাঁদতে পারে গাইতে গেলেই দোষ,
একরোখা সে মুক্ত পাখি মানেনি তাই পোষ।
যখন আকাশ নিঝুম ঝরে ভেজার কথা দিয়ে,
নূপুর গুলো বাঁধ সাধে তার বাঁজনা ভুলে গিয়ে।
হরিণ চোখের মুক্তগুলো সঙ্গী মেঘের সাথে,
ঝরতে গিয়ে ভীষণ ঝরে গভীর কোনো রাতে।
ফুরিয়ে যে যায় নিজের থেকেই কে দেবে তার সাথ?
পায়নি বলেই হতাশ মনে বাড়ায়নি তার হাত।
কেউকি তারে হারিয়ে গেলে বসবে পথের ধারে?
খুঁজবে তারে খুব করে ওই ভীষণ অন্ধকারে।
একদিন কি আসবে আবার নতুন দিনের ভোর?
খুলবে কি তার ব্যাথার দুয়ার কাটবে কি তার ঘোর।
অভিমানীর মান ভাঙ্গাতে করবে ভীষণ পন,
সে কাঁদলে সবার আগে ভাঙ্গে তারও মন।
সেই পাখিটার গল্প এখন আমিও ভালো জানি,
সে যে ছিলো ডানাবিহীন ভীষণ অভিমানী।
--------------------*----------------------