"দেউলিয়া"
              
অনুরণনের অন্ত আবেগে পুড়িয়ে তোমায়,
অতঃপর সুকৌশলে দেউলিয়া হয়ে যাবো।
শুধু পড়ে রবে সচ্ছ কাচের মতো দুটি অপেক্ষার চোখ,
আর মলিন ঠোঁটের কোনে বেদনা লুকোনোর ব্যার্থ প্রয়াস।
যদি কোন অজানা ভোরের আযান শুনতে না পাই আর,
তবে ভেবে নিও মৃতের শহরে আমি পথিক এবার।
কোনদিনই এই পথে আর হাঁটা হবে না, হবে না কুশল বিনিময়,
কেমন আছো? আর শুধাবোনা কখনই চলার সময়।
তবু চেয়ে রবো, কান পেতে শুনবো তোমার মৃদুস্বর কি ভারী,  কি সুন্দর আহা!
কি মাধূর্য্যতায় ঐ চোখ ঐ মুখ আমারে কাঁদায়।
এসো তুমি কোন দাবী করবো না, অজুহাতে চাইবোনা তোমারে পাবার।
শুধু কোন এক শ্রান্ত বিকেলে আমায় যদি কেউ মনে করে,
ভালোবেসে আমারে পূর্ণতা এনে দেয়,
তবে না হয় নিজেকে দেউলিয়া বলে পরিচয় দেবো।
তবু আমার শহরে যা দুষ্প্রাপ্য ছিল তা মূল্যবান আর কারো নয়,
আমি দেউলিয়া আমরা এই পরিচয়।

***************************