"অনুরাঁধা''
            -এআর.

অনুরাঁধা আজ বহু বছরের এই কফিনে আমায় খুঁজো না,
সে তো আর জন্মের কোন এক চপল কিশোরীর বাঁকা চাহনিতে ফেলে এসেছি।
সে ঐ বীজগণিতের মিডলটার্মের মতো,
যা কোনোদিনও তুমি বুঝতে পারোনি।
অথচ ব্যাস ও ব্যাসার্ধের রসায়নে অনুই রয়ে গেলে রাঁধা হলে না।
শুধু ফেরারী সময় গোধূলির অন্ধকারে বটপাতার মতো লুকোচুরী করে ,
মিশে যায় ধবল বকের শুভ্র পালকে নববধূর হেয়ালী ঠোঁটের লাজুক ইশারায়।
অনুরাঁধা তোমার আমার এই মিথ্যে প্রণয়ে রচে গেলাম দুফোঁটা ধ্রুপদী কাব্য।
এর চেয়ে বেশি কিছুই চাইবার ছিলনা কোনদিনই কখনো।