অন্ধের সুখ

আজন্ম আমি খুঁজিয়া চলেছি সুখ!
আমি কি জানি সুখই আমার আজন্ম অসুখ?
আপনার হিতে বৃথা খুঁজে গেনু অচেনার প্রতিদান,
পথপাশে শুধু হেরিনু মম শূন্য গোরস্থান।
ইমারত গড়ি সুখরে বাঁধিয়া তফাতে রহিনু বসি,
হায় হায় সেই সুখ ইমারত মাথায় পড়িল খসি।
কালে কালে শুধু কঙ্কালসার শূন্য প্রসাদ গুলো,
স্বাক্ষী দিচ্ছে এই নাও সুখ আমার গায়ের ধূলো।

ঐতো দেখি রোম,  ব্যাবিলন, পিরামিড চেয়ে আছে;
শুধাও পথিক একটুকু সুখ আছে কি তাদের কাছে?
কিংবা আঁধার চকচকে ওই তাজমহলের মিনার;
জানে কি এই সুখের হদিস পায় কিনা এর কিনার?

তাহলে কোথায় সুখ?
পথিক তুমি একবারও কি দেখেছো খুঁজিয়া বুক?
যে হৃদে বসিয়া কায়নাত ধনী চেয়ে আছে তোর মুখ;
অন্ধ পথিক অন্ধকারে বৃথা হাতরায় সুখ।

পথিক, আজন্ম শুধু বৃথাই খুঁজিলে সুখ?
তুমি তো জানোনা সুখই তোমার আজন্ম অসুখ।