আজকে যদি ভীষণ কাঁদি বারণ করো নাকো,
তুমি যেমন লক্ষী ছিলে তেমন করেই থাকো।
আজ যে মনে সাধ জেগেছে অনেক দিনের পর,
বাঁধ ভেঙ্গেছে চোখের কোনের ব্যাথার বালুচর।
পথের কাঁটা নই'কো আমি পথের ফোঁটা ফুল,
খোঁপায় তুলে গুঁজো না'কো নষ্ট হবে চুল।
তার চেয়ে এই অভিমানী যেমন ছিলো আগে,
ছুঁয়ে দিতে চেয়ে মিছে ভরিয়ে দিলে দাগে।
কেন হঠাৎ আসলে ফিরে ক্ষনিক সুখের হয়ে,
রচে গেলে মিথ্যে স্মৃতি প্রশ্ন শত লয়ে।
তবুও তোমায় চাইবো ফিরে বুকপাঁজরের কোনে,
যেমন হৃদয় কান পেতে এই বুকের কথা শোনে।
আজকে আমি কাঁদবো ভীষণ ভেব না'কো কিছু,
যেমন কোন কারন ছাড়াই ফুঁপিয়ে কাঁদে শিশু।
***