পড়েছিলে তুমি বেগুনী রঙের শাড়ী
দিয়েছিলে কপালে ছোট্ট টিপ,
দুহাতে দিয়েছিলে রেশমী চূড়ি
কানে দিয়েছিলে দুল।
আমি এসেছিলাম তোমার সামনে
তোমার রঙের পাঞ্জাবী পড়ে,
দিয়েছিলে সুন্দর একটি দিন
একই রঙের পোশাক পড়ে।
পার্কের সামনে অফেক্ষায়
ছিলাম আমি তোমারি জন্য,
অফেক্ষার প্রহর শেষ করে
আসবে কখন তুমি।
পার্কে ভিতরে ছিলাম আমি
এসেছিলে তুমি শাড়ী পড়ে,
হাতে একঝাঁক গোলাপ নিয়ে
দিলে আমায় হাতে হাত রেখে।
সুন্দর একটি দিন দিলে আমায়
দিলে তুমি সেরাদিন উপহার,
কেক কেটে উদযাপন করলে
জন্মদিনটি আমার।
কত হাসি মজা কত ফ্যান
করলাম সবাই মিলে,
কত সুন্দর দিনটি কাটালাম
সকলেই মিলে।
একই রঙের পোশাক পড়ে
এসেছিলাম তুমি আমি দুজনে,
স্মৃতি বন্দী থাকবে চিরকালের
বেগুনী রঙের শাড়ী পাঞ্জাবী পড়ে।
আমার জন্মদিনে
সেরা উপহার ছিলে তুমি,
ছিলে আমার ভালোবাসা মানুষ
স্মৃতি বন্দী থাকবে জন্মদিনটির তারিখ।