ছোট থেকে বড় হলাম
হলাম দাদির কাছে মানুষ?
দাদির কাছে থেকে বড় হলাম,
হলাম দাদির কাছে মানুষ।
দাদির কাছে থেকে বড় হয়েছি
হয়েছি দাদির কাছে মানুষ?
বড় হলাম,হলাম দাদির কাছে মানুষ।
দাদির ভালোবাসায়
দাদির আদরে,
দাদির পরিশ্রমে
বড় হলাম আমি?
হলাম দাদির,কাছে মানুষ।
দাদি তীব্র কষ্ট করে
আমায় করেছে বড়,
আমায় করেছে মানুষ?
দাদি কষ্ট করে বড় করলো,
করলো আমায় বড় মানুষ।
দাদি তীব্র কষ্টের মাঝে
আমায় করেছে লালন পালন
করেছে আমায় মানুষ?
বড় করে তুলেছে আমায়,
গড়ে তুলেছে মানুষের মত মানুষ।
দাদি রাতদিন কষ্ট করে
বুকের মাঝে আগলে রেখে,
আমায় করেছে মানুষ,
বুকের মাঝখানে রেখে,
আমায় করেছে বড় মানুষ।
দাদি আমার জীবনে
সব চেয়ে দামি,
দামি আমার দাদির জীবন
দাদির কিছু হলে হবে,
হবে অনিকের মৃত্যু বরণ।