বিজয় তুমি ১৬ই ডিসেম্বর,
লক্ষ্য শহীদের রক্ত মাখা প্রাণ
এ বিজয়কে রাখবো,
সমুন্নত, এই হোক অঙ্গীকার।
ত্রিশলক্ষ্য শহীদের বুকের
তাজা রক্ত দিয়েছিল বিসর্জন
অবশেষে হানাদার,
পাকিস্তানবাহিনী করলো আত্মসমর্পণ।
একাত্তরে সাড়ে সাতকোটি
বাঙালি হয়েছিল ঐক্যবদ্ধ,
বীর বাঙালিদের কাছে,
তারা করেছিল শির অবনত।
জীবন উৎসর্গ করে উপহার
দিয়েছে লাল-সবুজের পতাকা,
আমরা পেয়েছি স্বাধীনতার পতাকা।
লক্ষ্য শহীদের রক্তভেজা প্রাণ ,
লাখো বাঙালীর মুক্তিকর্মীর যান
নয় মাস যুদ্ধের স্বাধীনতা পান।
বিজয় তুমি আমার গর্বিত দেশ
আমার সোনার বাংলাদেশ
বিজয় তুমি বিশ্ব,
মানচিত্রে স্বাধীন একটা দেশ।
লাখো শহীদের আত্মত্যাগের
অর্জিত গৌরবময় বিজয়
সকলে মিলে গড়বো দেশ,
মানবো না কোনো পরাজয়।