মধুর সুরে বাজায় বাঁশি
তোমার ঠোঁটের মিষ্টি হাসি,
আমার সুরে বাজায় বাঁশি
তুমি একেলা হাসি হাসি।
রাতের বেলা বাঁশ বাগানে
বাজায় আমি বাঁশি,
মধুর সুরে গান গেয়ে
তোমায় আমি ডাকি।
সুরে সুরে গান গেয়ে
শোনাই তোমায় গান,
আমার বাঁশির সুর
তোমার কানে কি যায়?।
রাতের বেলা বাঁশ বাগানে
চাঁদ মামা কই,
চাঁদের সঙ্গে তাল মিলিয়ে
আমি একেলা রয়।
একেলা বাজায় বাঁশি
বাজায় সুরে সুরে,
গান গেয়ে ডাকি তোমায়
অদ্ভুত প্রেমে পড়ে।