মৃত্যু হবে অনিকের
এ প্রাণের খেলায়,
না ভেবে যেতে হবে
যে কোনো সময়।

মৃত্যু আমায় ডাকে
যত দূরে লুকিয়ে,
মৃত্যু থাকবে না দমিয়ে।
মৃত্যু হবে অনিকের।

আমার মৃত্যুতে
স্বজন, বন্ধু বান্ধব,
দেখবে প্রিয়জন মানুষ
কাঁদবে স্বজন,বন্ধু, বান্ধব,
কাঁদবে প্রিয়জন মানুষ।

সাদা কাফনে জড়িয়ে
শরীরে দিবে পড়িয়ে,
নিয়ে যাবে আমায়
কবরে রাখিতে,
মাটি দিবে আমায়?
রাখিবে অন্ধকারে।

অন্ধকারে রবো আমি
অন্ধকারে ঠিকানায়,
মাটির সাথে মিশে যাবে
অনিকের দেহ,প্রাণটা,
অন্ধকারে রবো একেলা
অন্ধকারে অনিকের ঠিকানা।

খোলা আকাশের নীচে
কবরটি রবে আমার,
মাটির সাথে মিশে যাবে
অনিকের দেহ, প্রাণটা,
মাটি আমার ঠিকানা
অন্ধকার আমার ঠিকানা
কবরটি অনিকের ঠিকানা।