মধ্যাহ্ন রাতে কবিতা গুলো আমাকে খুব ভাবায়
আমি না চাইতেই একাধারে মনের ভিতর লুকানো
কথা গুলো বলতে শুরু করে কবিতা নিজের গতিতে,
চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা বারংবার করে লাভ হয় না
আবার জাগিয়ে তুলে মনের ভিতর লুকিয়ে রাখা যন্ত্রণা
তবে কবিতার কাছে শিখলাম হারার ভয়ে না খেললে জেতা যায় না।
৷৷ স্বাদ হচ্ছে কাছে পাওয়ার দূর হতে ছোঁয়ার
ইচ্ছে আমার আজব মায়ায় বন্দি ভালোবাসায় ৷৷
অর্থ নেশায় পেয়েছে, মস্কোতে চলে যাবো উড়ে
যুদ্ধে সামিল হবো মৃত্যুর মিছিলে হামলা চালাতে
সমাজ তোমাকে অর্থের পাল্লায় মেপে দেখবে
কতটা যোগ্যতা তুমার বিতরে বিরাজ করছে,
সুখের উল্লাসে অজস্র বৃষ্টিপাতের ধারা বয়ে যাবে
অর্থ বিহীন সুখ একমাত্র কবিতা ছাড়া ধরিত্রীপুরে নেই।
৷৷ আমি এক পৃষ্ঠা কাগজের মলাটের কবিতা হবো
শত কোটি পাঠক আমায় শুদ্ধস্বরে চক্ষু স্থির করে পড়বে
এ জন্মে আমার বড় পাওয়া বলতে এক পৃষ্ঠা কবিতা
পর জন্মের কবিতার মিছিলে কোটি কবির কলমে আকঁব নিজেকে।।