আমার অন্ধকার ভুবনে তুমি করিলে আগমন,
বাবা নামের কাব্য পাড়ায় দিয়েছো পিতার আসন।
আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণে ভূমিষ্ট মায়ের চরণ,
নির্ভীক হয়ে দেখি সোনা পাখির চাঁদ মুখের বিবরণ।

খোদা আমায় দান করেছেন নিয়ামতের শ্রেষ্ঠ উপহার,
তাহার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতে শুকরিয়ায় কাঁদে প্রাণ।
আমার মাথার চুলের গণনা করিতে যদি হই আমি বৃদ্ধ,
তাহার চেয়ে হাজার গুন করো রাজকন্যার আয়ু সমৃদ্ধ।

আশা ছিলো ফুলের গন্ধে হারাবো পরিবার সকলে
বৃষ্টির আশায় ছাতক পাখি যেমন করে কাঁন্দে।
চাওয়া হয়তো ছিলো একটু আশাবাদী বেশি,
ফুলের বাগানি দিলে এই অধমরে আহারে খুশি...........