কল্পনাতে- ঘুমন্ত শহরে অবিরাম বৃষ্টি,
চলুক না আমার অপলক দৃষ্টি।
চোখ বন্ধ করে থাকবো আজ
পড়ুক না শত বাজ।
চোখ খুলে দেখি- নীল আকাশের মেঘের খেলা,
নামবে হয়তো হঠাৎ বৃষ্টি।
আমার কথা মনে পড়লে,
জানালায় রেখো দৃষ্টি।
ঘুমন্ত এই শহরের মাঝে
হারিয়ে যাওয়া কবিতাগুলো আবার সাজে,
ফেলে আসা স্মৃতি, মুঠোবন্দি স্বপ্ন
ছোট ছোট কাগজের ভাঁজে নৌকো।
মনে পড়ে তোমার সেদিনের কথা,
ভালবেসে বলেছিলাম সখা।
কথা দাও হাত দুটি ছাড়বে নাকো,
কেঁদে জড়িয়ে বলেছিলে কথা দিলাম।
সেদিন সাক্ষী ছিল বৃষ্টি,
আজ চোখ ছল ছল দৃষ্টি।
ভুলে গেছো আজ সে কথা,
মনে রাখার মতো ছিলনা কিছু সেথা।
আজ অভিযোগ দিলাম রব,
বৃষ্টি তুই মনে রাখিস সব।