মা ওগো মা ভাল আছো তুমি,
দেশের কথা ভেবে ভেবে কষ্ট করি আমি।

বাংলা আমার প্রানের ভাষা,
বাংলা আমার জান।
বাংলার জন্যে প্রান দিয়েছে,
রফিক জব্বার বরকত ভাই জান।

মা ওগো মা ভাল আছো তুমি,
তোমার তরে তাজা রক্ত দিয়াছে,
ভেঙেছে ১৪৪ ধারা।  

মা ওগো মা ভাল আছো তুমি,
ভাষা সেতো স্লোগানে মুখর,
যুবকের ভালবাসা।
ভাষা সেতো রক্তে ভেজা
৫২ এর একুশের দুপুর।

মা ওগো মা ভাল আছো তুমি,
সেদিন হুংকার দিয়েছিল,
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
খেলেছিলো তারা রক্তের হোলি।
বলে রাখি  কষ্ট হলেও ভুলবো না বাংলা আমার বুলি।

মা ওগো মা ভেবো নাকো তুমি,
পৃথিবীতে যতবার বাংলায় আসবে দাগ,
রক্ত দিয়ে দিবো সে সব মুছে।
তুমি শুধু একবার ভালবেসে বলে দিও,
আমার ছবিটা বারে বারে মুছে দিও।  

কেঁদো না মা, কেঁদো না তুমি।
সর্বদা বলে যায়,
পাক বাহিনী বাংলা ছাড়!
নইলে মোরা ভাঙ্গবো হাঁড়।
মোড়ে মোড়ে স্লোগান!
বাংলা মোদের মনপ্রাণ।

জয় বাংলার জয়।
জয় বাংলা ভাষার জয়।  


***শত শ্রদ্ধা জানায় সকল মাকে যারা হারিয়েছে তাদের বুকের প্রান, বুকের মানিক-রতন(রফিক জব্বার বরকত আরও অনেককে)।