কখনো বৃষ্টি, কখনো রৌদ্রময়, গ্রীষ্মের  তীব্রতা থেমে যায় ক্ষ নে,
এত কিছুর মাঝে অপেক্ষায় তোমার আলাপনে...

তোমাকে প্রায় দেখি মাথা নিচু নিচু,  
চিরচেনা সেই ডোরাকাটা রাস্তার পিছু পিছু।  

দূর পানে রয়ে যায় যাত্রী ছাউনিটা,
এক বারো দেখো না তোমার স্মৃতিটা।

কখনো কি হবে না আমাদের আলাপন,  
গ্রহন করবে না আমার নিমন্ত্রণ।  

এভাবে কি কেঁটে যাবে সব ঋতু,
কালের বির্বতনে মনকে করবো থিতু।

চোখ করছে ছল ছল দেখো তোমার দর্পন,
হবে না তবুও আমাদের শেষ আলাপন।

অনুরোধ রেখেছো আমার শেষ বেলায়,  
এসেছো তুমি তবুও হেলাফেলায়।

সময়ের শেষ ভাগে এলে সূর্যাস্তের ক্ষনে,
কি বা বলবো তোমায় আমার শেষ আলাপনে,

বহু দেরি করে এলে তুমি আলাপনে,
দেহ খানা শুয়ে রয়েছে মাটির পানে।  

অপেক্ষার প্রহর শেষ হল,
জীবন থমকে গেল।  

মনের মাঝে বিরহের গান,
এখানেই শেষ হল অপেক্ষার অবসান।