অপেক্ষার প্রহর কবে আসবে সেই চিঠি?
হঠাত দরজায় কড়া নাড়ে ঠক ঠক ঠক।

দাদু বললো কে তুমি বাছা দরজায়?
ডাক পিয়ন বলে উঠলো আমি পিয়ন,
চিঠি এসেছে দাদু আপনাকে প্রয়োজন।

দাদুর সেই ফোকলাটে হাসি,
চিঠি হাতে পেয়ে সে অনেক খুশি।

চিঠি এসেছে দাদুর দীর্ঘশ্বাস,
শেষ চিঠির অনুভুতির ঠান্ডা বাতাস।

দাদু বসে পড়লো চেয়ারে,
পড়তে শুরু করলো মনের দুয়াড়ে।

চোখে বয়ে গেলো বৃষ্টির পানি,
দাদুর চোখে পড়েছে যে ছানি।

প্রিয়
যে কাগজে লিখি চিঠি হবে না তার দাম,
তবুও বাতাসে লিখে ফেলি তোমার নাম।

মাঝে মাঝে তোমাকে পেতে চায়,
ঠিক যেন চিঠি লেখার দূরত্বে।

প্রিয় শুনতে পাচ্ছো,
অন্ধকারে পথ হারিয়ে আলাদা হয়েছে যে তারা,
তাকে আমি সব বলেছি আমাদের গল্পছড়া।

ভালবেসে প্রিয় হয়েছি আলাদা,
মরনে বুঝি মিলবো একদা।

চলে যাচ্ছি আমি বহুদূর,
মনে রেখো আমার স্মৃতিগুলো সুমধুর।

শেষ ঠিঠি দাদুর অনুভূতি,
দেহ ঝড়ে যায়- তার আগে ঝড়ে যায় মন,
আমার মন তাই বিশাল এক কষ্টের বন।


((ভালবাসার প্রতিটা চিঠি শেষ বয়সে পৌঁছে যাবে তাদের প্রিয়জনের কাছে))