তুমি ইচ্ছে হলে চলে যাও,
মাঝে মাঝে ফিরে চাও।  

তুমি ইচ্ছে হলে স্বপ্নবাজ,
তোমার জন্যে হয়েছি আজ লাজ।

ঘুম নিয়ে গেছো মোর চোখে,
ছেয়ে গেছে শহর পোড়া গন্ধে।

স্মৃতির কাগজগুলো রেখে দিয়ে সব,
উড়িয়ে দিবো বাতাসে স্বাধীন আমি কলরব।  

আজ তুমি সেচ্ছাচারী,
এজন্যে আমি হয়ছে ভ্রম্যচারী।

রেখে দিলাম তোমার সব অভিযোগ,
কেন করো আমার ধৈর্য্যে পরীক্ষা রোজ রোজ।  

স্বাধীন আকাশে ঘুড়ির মত ঘুরে বেড়ায়,
মাঝে মাঝে টেনে আনো তোমার ডেরায়।

যখন পথ হয়েছে আলাদা,
ভালবাসে কেন পরীক্ষায় করো  ধাঁধাঁ।


চলে যাও তোমার স্বাধীন আত্নায়,
আমি না হয় ফিরিয়ে আনবো তোমায় কল্পনায়।  

অগ্নিশিখা হয়ে জ্বলবো তোমার বিরোহে,
মনে হলে ডাকতে পারো ভালবেসে কোন এক বসন্ত মত কোমলে।

ফিরে পেতে চাইবো তোমার ওই হাসি,
শপথ নিয়েছিলাম তোমায় ভালবাসি।