বেকার এই আমি চলেছি একা পথে,
জীবন নামের জুতোর ফিতে ছিড়ে গেছে এই পথে।
বেকার এই আমি ভালবাসি একলা চলতে,
জীবনের কষা আঘাতে লজ্জার চামড়া ছিড়ে।
আত্মীয় এসে বাসায় বলে যায়,
কি করো বাবা!!
হেসে যখনি বলি বেকার আমি,
মুখ ফিরিয়ে চলে যায়,
নিলজ্জ বেকার এই আমাকে।
কাজের খোঁজে বেকার ছেলে,
পাই না তো কোন কূল,
এই হালাতে ছেড়ে দেই নদীর দুকূল।
দেশের জন্যে বেকার ছেলে,
সবার কাছে বড্ড বোঝা।
শিক্ষা শেষে কাজ জুটানো,
নইতো এতো সোজা।
দিনের শেষে বাসায় ফিরে,
শুনতে হয় যখন গালি,
ভেবে পাই না কি করি আমি,
দুঃখের কথা কাকে আমি বলি।
বেকার জ্বালা মরার মত,
নিথর দেহ মন,
একদিন নিজেকে পাল্টে দিবো।
এটাই তাদের পণ।
বেকার আমি বেকার ছেলে।
তবু আমি যাইনি দমে।
লড়াই করে বাঁচবো আমি করেছি এটাই পণ,
মায়ের দোয়া আছে আমার এটাই আমার ধন।