আজ বেঁধেছি খোপায় ফুল
হলদে গাদা চম্পা বকুল।
বেঁধেছি কাঁকন মাঝে
সঙ্খ তারার সাজে।
চলেছি সাজের বেলায়
মিলেছি কথার মেলায়।
ফুলগুলো শুকাবে না
ফুলগুলো ভিজবে না,
তাঁজা হয়ে থাকুক,
স্মৃতির পাতাই লিখা থাকুক।
যদি শুকিয়ে যায় সেই ফুলগুলি,
চোখের পানি দিয়ে ভিজিয়ে সকল কুঁড়ি।
আমি ছিলাম আমি আছি,
তোমার সেই মেহেদী রাঙ্গা হাতে।
তবু ভালবেসে বরন করো আমায়,
এক গুচ্ছ রক্ত গোলাপ দিয়ে।