তুমি ছাড়া জীবনটা যে একদিন হারিয়ে যাবে ওই দূর গগনে,
প্রতিটি মুহূর্ত তোমায় আমি সরণে আনি এই ভাঙাচুরা মনে।
থাকবে চিরদিন এই কোমল কল্পনার সাথে হৃদয়ের সর্বকোণে,
ভালবাসার অপরূপ গানে ভুলব না তোমায় এই সুন্দর ভুবনে।
সর্ব-ক্ষণ থাকো তুমি সূর্যের ছায়া হয়ে দিনের শুরু আর শেষে,
প্রভাতের শুরুতে সোনালি মিট-মিটে রোদ্দুরে সুন্দর করে হেসে।
অসহ্য জীবনের সাথে চলতে গিয়ে বাঁচতে ভুলে যায় মাঝে মাঝে,
এই কঠিন দুনিয়ায় ছেড়ে গেলে,একা ফেলে সকাল সন্ধ্যা-সাঁঝে ।
আমার জীবনে জন্ম-জন্মান্তরের জন্য চির সাথী হয়ে যদি থাকতে,
কপালে চুম্বন দিয়ে- মাথার চুল নারিয়ে আদর সোহাগে ডাকতে ।
সুখের মায়াবী জ্বালে শত খেয়ালে রেখে গেলে আমায় একা ছেড়ে,
চোখের পাতায় লুকিয়ে রাখতাম তোমায় এই নীল কুয়াশায় ঘিরে।