অসহায় আমি
মহঃ আলম সেখ
আজ আমি অত্যন্ত অসহায়, বড়ো একা ।
আসে-পাশে নেই কেউ, সবি লাগে ফাঁকা ।
লাঞ্ছনা, বঞ্ছনা, বিদ্রূপ নিয়ে বাঁচি জীবনে ।
একা থাকি, একা মরি, প্রতিদিন ক্ষণে ক্ষণ...
দুঃখ-কষ্ট, ব্যাথা-বেদনা, ঠাট্টায় হয়েছি আজ শক্ত ।
ছোট ছোট কবিতা লিখতে রেখেছি নিজেকে ব্যস্ত ।
কবিতায় সন্মান, কবিতায় শ্রদ্ধা, বলি বার বার ।
বোঝেনা বন্ধু বান্ধব, বোঝেনা আমার পরিবার ।
চিন্তার সাগরে ডুবে থাকি নিঃসঙ্গ, একা একা।
সাথী ছাড়া শূন্য জীবন, নেই তোমার দেখা।
ভালো লাগে না বাঁচতে আর এই কঠিন দুনিয়ায়।
আত্মহত্যা করতেও তো মনে অনেক সাহস চাই।
চেয়েছি আমি, রাস্তায় বাসের নিচে পড়ে মরতে,
পারি নি !!!
চেয়েছি আমি, রেল লাইনের উপর শুয়ে মরতে,
পারি নি !!!
চেয়েছি আমি, ছাঁদ থেকে লাফ দিয়ে মরতে,
পারি নি !!!
চেয়েছি আমি, ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে মরতে,
পারি নি !!!
আত্মহত্যা করতেও তো মনে অনেক সাহস চাই।
তাই আজ আমি একা, একা মন, একা জীবন।
আমি অসহায় !!!
আমি অসহায় !!!
অসহায় আমি!!!