(দ্বিতীয় অংশের পর)
(তৃতীয় অংশ )
বন্ধুরা এবার কথা কয়
চল আমরা পালিয়ে যায়,
পাই না খুঁজে আলম কে
এই জঙ্গলের মাঝে।
আমি বলছি আসছি ভাই
তোদের শুধু শব্দ পাই,
দেখা যায় না এই ঝোপঝাড়ে
মৃদু ভাষায় বলে দে।
চুপি চুপি পালিয়ে আয়
গুটি গুটি পায়ে,
আমরা তোকে খুঁজে বেড়ায়
কত ডাঙ্গা পথে।
তোরা শালা ছিলি কোথায়
আমায় একা ফেলে,
কত কষ্টে মরে মরে বাঁচি
এই বনবাসীর রূপ ধরে।
চলবে...........................