(প্রথম অংশ পর)
   (দ্বিতীয় অংশ)

ভূত যে আমার বড় ভয়
থাকবো কি করে,
কোথায় যায়, কোথায় হাঁড়ায়
একাকী এখান থেকে।

চারি দিকের দৃশ্য শুধুই কালো
দেখা যায় না আলো,
যা হবে আমার দেখা যাবে
যদি হয় ভালো।

তবুও তো লাগে ভয়
হাড় কাঁপানো মনে,
সাড়া রাত কি করবো
একা একা এখানে।

বিকট জোরে ভয়ঙ্কর আওয়াজ
আসে আমার কানে,
দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায়
ভূত-পিশাচের বাগানে ।


চলবে...........................