পাগলা মন আজ পুল বেঁধেছে হয়নি আগে যাওয়া,
ভোরের পাখি ডাকছে আমায়,ডাকছে ভোরের হাওয়া।
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে,
ভোরের আকাশে আলো দেখে পাখিরা যেন জাগে ।
ভোরের পাখি,ভোরের পাখি, তোমায় আমি কি বলে ডাকি,
কল্পনা করা রাতে শুধু তোমায় রং তুলিতে আঁকতে থাকি ।
বৃষ্টিপাতের আগে বিজলীর ঝলক, জোরে জোরে ডাকে,
ভোর-বেলায় সূর্যের নরম আলো, অলস চোখে দেখে।
সুন্দর ভাবে ডেকে, বলল আমায় মিষ্টি করে হেসে ।
সকাল বেলা ঘুম ভাঙালো,পাখির গুন-গুন শব্দে,
মেঘে ভরা রাতের আকাশ, নেই চন্দ্রমুখীর দেখা,
তোমাকে ছাড়া নিজেকে লাগে বড়ো একা-একা।