এইডস
  মোঃ আলমগীর হোসেন

এইডস রোগে পড়লে ধরা,
                নয়কো উপায় মরণ ছাড়া।
অকালে তাই ঝরে যে প্রাণ,
               থাকতে হবে এইডসের জ্ঞান ।
এ রোগের তো ঔষধ নয়,
               বাঁচতে হলে জানতে হয়।
ছোঁয়াচে রোগ এইডস নয়,
               মেলামেশার মাধ্যমে হয়।
এইডস রোগের মূল কারণ,
               অবৈধ যৌনমিলন।
আরো আছে রক্তদান,
              এই রোগী থেকে সাবধান।
ভাবিয়া তাই করবো কাজ,
              নাইলে হবে সর্বনাশ।
এই রোগের নাই প্রতিকার,
              হতে হবে তাই হুঁশিয়ার।
থাকবো সবাই সচেতন,
              নিরাপদ হোক সবার জীবন।