জন্ম থেকে গরীব আমি,
গরীব ঘরের ছেলে।
আমার সাথে মিশতোনা কেউ,
সবাই দিতো ঠেলে।
বলতো সবাই যাহ দূরে যা,
নোংড়া কাপড় গায়।
বলতাম আমি মিষ্টি হেসে,
ঠিক আছে বাই বাই।
গরীব বলে করতো ঘৃণা,
বাসত না কেউ ভালো।
একত আমি গরীব ছেলে,
আবার তাতে কালো ।
সৃষ্টি জাতির সেরা মানুষ,
আশরাফুল মাখলুকাত।
ধনী গরীব সবাই মানুষ,
তবে কেন তফাৎ।
হেদায়েত দাও খোদা তুমি,
সকলেরই মনে।
মানুষ রুপে জন্ম আমার,
মানুষের কল্যাণে।