(মাননীয় প্রধান মন্ত্রীর "ওরা টোকাই কেন" বইটা পড়ার পর নিছক কল্পনা থেকে লাইন গুলো মাথায় আসল)
৮৮ তে আপনার প্রশ্ন
ওরা টোকাই কেন?
১৯ শে তে আমার প্রশ্ন
আমি টোকাই কেন?
জানি আমি আপনার কাছে
নেই তার জবাব
আমি টোকাই কারণ
দেশে সততার অভাব
ছোট বেলায় টোকাই ছিলাম
ছিলনা ঘর বাড়ি
আপনার কথায় শাণিত হয়ে
বিদ্যালয়ে দিলাম পাড়ি
দিনের বেলায় টোকাই আমি
রাতের বেলায় পড়ি
এভাবেই অতিকষ্টে
পড়াশুনা শেষ করি
তারপরে ঘুরি দুয়ারে দুয়ারে
চাকরি তো মিলে না
ঘুস দিয়ে যদি চাকরি নিবো
মিছে কেন করেছি পড়াশুনা
ঘুরিতে ঘুরিতে ক্লান্ত আমি
চাকরি নাহি পাই
আমার যে আর সবার মত
মামা খালু নাই
চাকরি বাকরি না পেয়ে যখন
চোখে দেখি ঝাপসা
ধার দেনা করিয়া তখন
ধরি একটা ব্যবসা
ব্যবসায় যখন উঁকি মারে
একটু খানি আলো
নেতা সাহেব এসে বলে
আছো তো বেশ ভালো
আমি বলি এই তো আছি
আপনাদের দোয়ায়
ওনি বলেন দোয়া? দোয়া কি আর এমনি মিলে
দোয়া মিলে টাকায়
পড়িয়া আমি ন্যায়ের বাণী
কি করিয়া অন্যায় মানি
বজ্রকন্ঠে করিলাম প্রতিবাদ
তাহার বাহিনী মোরে করিল কুপোকাত
সব হারিয়ে আবার রাস্তায় নেমে পরি
রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই
পড়াশুনা করেও আমি
রয়ে গেলাম টোকাই... ...