খেঁটে খাওয়া মানুষের অধিকার নাই
পুজিবাদদের এই নীতি সইবো না তাই,
খেঁটে খাওয়া মানুষেরা এক হও ভাই
আবার যুদ্ধ চাই।
কাজ করে কাজের ঠিক পারিশ্রমিক নাই
পুজিবাদরা সেই টাকায় অট্টালিকা বানায়,
কর্মীরা সব লাঠি হাতে এক হও ভাই
আবার যুদ্ধ চাই।
জ্ঞানী গুণী মানুষের সম্মান নাই
ঘুষখোর সুদখোর সম্মান পায়,
জ্ঞানীরা সব কলম হাতে এক হও ভাই
আবার যুদ্ধ চাই।
পড়াশুনার এখন কোনো মূল্য নাই
প্রশ্নহাতে মূর্খরাও প্লাস পেয়ে যায়,
ছাত্ররা সব লাঠি হাতে এক হও ভাই
আবার যুদ্ধ চাই।
পড়াশুনা করেও কোনো চাকরি নাই
মামা, খালু, টাকা থাকলে চাকরি পাই,
বেকাররা সব লাঠি হাতে এক হও ভাই
আবার যুদ্ধ চাই।
বোমার আঘাতে মরছে আমার ভাই
সন্ত্রাসী বোমাবাজদদের দিবনা ঠাই,
যুবকরা সব লাঠি হাতে এক হও ভাই
আবার যুদ্ধ চাই।
অন্যায়কারীর কোনো শাস্তি নাই
সবল দুর্বলের প্রতি জুলুম করে তাই,
মজলুম জনতা এক হও ভাই
আবার যুদ্ধ চাই।
মুখফুটে কথা বলার স্বাধীনতা নাই
শাসক শ্রেণী সর্বদা শোষণ করে বেড়ায়,
শোষিত মানুষেরা এক হও ভাই,
আবার যুদ্ধ চাই।