পৃথিবীটা কার দাদার
কার-ই বা বাবার,
কারো কক্ষ খেলার মাঠ
কারো জায়গা নাই শোবার ।
কারো খাবার নষ্ট হয়
খায় কুকুরে ,
কারো আবার কাটে দিন
না খেয়ে অনাহারে ।
কারো কাপড় ডজন ডজন
তবু না মন ভরে,
কেউবা আবার একটা কাপড়
সারাটা বছর পরে।
কারো জন্য ডাক্তার আছে,
যন্ত্রপাতি আছে অনেক রকম সেবার
কারো আবার বেড জোটে না থালা জোটে না
মেঝেতে দেয় খাবার ।
কেউ চড়ে বিমানে
কেউবা এসি গাড়িতে ,
কেউ আবার লাশ নিয়ে কাঁধে
হেটে ফিরে বাড়িতে।
সম্পদের এই অসম বণ্টন
আর কত দিন চলবে ,
ব্যাংক ভর্তি টাকা রেখে
মানুষ না খেয়ে মরবে।
পৃথিবীটা কার দাদার
কার-ই বা বাবার ,
তোমাদের নিয়ম মানি না মানবো না
ভেঙ্গে চুড়ে করব সাবার ... ... ...