এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু দুমুঠো ভাতের জন্য
সকাল থেকে সন্ধ্যা ঘুরিয়া বেড়ায়।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু দুটো টাকার জন্য
অনবরত কঠোর পরিশ্রম করে যায়।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু গাড়ির গেঁটে ঝুলে
যাত্রাবাড়ী ,যাত্রাবাড়ী বলে চিৎকার করে ভাই।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু প্রচুর কাজ করেও
অর্ধেক পারিশ্রমিক পায়।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু গৃহকর্মী হয়ে
চোদ্দ জনের রান্না করে ভাই।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু একটু ভুলের জন্য
হাজারটা চর-থাপ্পড় খায়।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু রোদে পুড়ে
সারাদিন কাগজ টোকায়।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু ক্ষুদার জ্বালা মেটাতে
ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়।
এদেশে ফকির-মিসকিন নাই
তবে সাত বছরের শিশু দিনশেষে
খোলা আকাশের নিচে ফুটপাতে ঘুমায় ।
এদেশে ধনী লোকের অভাব নাই
তবে এই কোমলমতি শিশুরদের দায়িত্ব
কাঁধে নেওয়ার কোন মানুষ নাই ।
কি লাভ এত ধনী থেকে যে ধনীর দিকে তাকিয়ে
পথে ঘুরে বেড়ানো শত পথহারা শিশু
ভাবে কে বলে মানুষ তাঁরা
তাঁরাতো দুপায়া পশু...
... ... ...