আজব এই পৃথিবী ভাই
আজব সব মানুষ,
মদ না খেয়েও মাতাল সবাই
তাদের নেই কোন হুঁশ।
চাপার জোরে চলে সবাই
কাজে নাই তাদের মন,
চাপায়-ই নাকি আহার যোগায়
চাপায়-ই নাকি ধন।
টাকার পিছে ছোটে সবাই
টাকা-ই নাকি সব,
টাকা দিয়ে সব কেনা যায়
টাকা-ই নাকি রব।
ধর্ম পালন করে না কেউ
সবই নাকি ভুয়া,
টাকা পেলে হুজুর মশাই
দেয় নুতুন ফতোয়া।
ধর্মের বিরুদ্দে লিখে কেহ
ফেমাস হতে চায়,
বোকা ধার্মিকের হাতে
তাদের গলা কাটা যায়।
কুকুর বিড়ালের মাংস নাকি
খেতে খুবই টেস্ট,
মানুষের মাংস এনে দিলে
বলেই এটাই বেষ্ট।
মিথ্যা বলা মহাপাপ
সবাই গেছে ভুলে,
মিথ্যা ছারা এখন তাদের
একদিনও না চলে।
ঘুষ বলে আর নাই কিছু এখন
সবই নাকি আপ্যায়ন,
আপ্যায়ন না করিলে
হয় না প্রমোশন।
চাঁদাবাজি করে না কেউ
মিষ্টি খেতে চায়,
মিষ্টি খেতে তাদের নাকি
সত্তর হাজার যায়।
অন্যায় করে যে ঘুরে বেড়ায়
তাকে ডাকে দাদা,
ন্যায়ের পথে যে জীবন দেয়
তাকে বলে গাদা।
এবার তাহলে বলি ভাই
সম্পর্কের কিছু কথা,
টাকা না থাকলে মাও বুঝে না
সন্তানের কি ব্যাথা।
বউ-শাশুরির যুদ্ধ গঠে
প্রতিটি ঘরে ঘরে,
স্বামী কিছুই বলতে গেলেই
অ্যাটম বোমা ফাটে।
ভাই-ভাইয়ের বড় শ্ত্রু
এই হল আজ অবস্থা,
ভাই যদি বিপদে পড়ে
নেয় না কোন ব্যবস্থা
একি উদরে জন্ম তাদের
এই কথা ভুলে যায়,
বিপদ্গ্রস্ত ভাইয়ের মাথায়
কাঁঠাল ভেঙ্গে খায়।
রাজনীতি কি বলব ভাই
চলে মুখের বুলি,
এক রাজায় আরেক রাজাকে
করে গালাগালি।
রাজায় রাজায় যুদ্ধ চলে
যুদ্ধে থাকেনা রাজারা,
তাদের তরে প্রাণ দিয়ে যায়
বোকা কিছু প্রজারা।
রাজা হয়েও এখন তাদের
মান সম্মান কিছু নাই,
শয়ন কক্ষের রঙ্গলিলা
আমজনতা দেখতে পায়।
ধ্বংসের পথে যাচ্ছে ধরা
এটাই নাকি উন্নতি,
উন্নতি যদি এটা হয়
কোনটা অবনতি। ... ... ... ...